বাউবি’র পিজিডিএম/সিআইএম ১৯২ সিমেস্টার (২য় লেভেল) রেজিস্ট্রেশন ২০ আগস্ট পর্যন্ত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২০, ১০:১৩ অপরাহ্ণ / ৫০৩
বাউবি’র পিজিডিএম/সিআইএম ১৯২ সিমেস্টার (২য় লেভেল) রেজিস্ট্রেশন ২০ আগস্ট পর্যন্ত
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র পরিচালিত অফলাইনে পিজিডিএম/সিআইএম প্রােগ্রামের ১৯২ সিমেস্টার (২য় লেভেল)-এর নতুন ও পুরাতন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পুনঃরেজিস্ট্রেশনের মেয়াদ ২০/০৮/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ২২ জুলাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএস বিভাগের পরিচালক ড. আনিস রহমান স্বাক্ষরিত বাউবি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়, সূত্র ও ডিন, স্কুল অব বিজনেস-এর পত্রের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, অফলাইনে পিজিডিএম/সিআইএম প্রােগ্রামের ১৯২ সিমেস্টার (২য় লেভেল)-এর নতুন ও পুরাতন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পুনঃরেজিস্ট্রেশনের মেয়াদ ২০/০৮/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলাে। এক্ষেত্রে কোন বিলম্ব ফি প্রযােজ্য হবে না।

করােনা সংকটে দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে পিজিডিএম/সিআইএম প্রােগ্রামের ১৯২ সিমেস্টার (২য় লেভেল)-এর নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কিস্তিতে পরিশােধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য বাউবি’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares