বাউবি’র এইচএসসি প্রোগ্রাম ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ / ৮০১
বাউবি’র এইচএসসি প্রোগ্রাম ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃক পরিচালিত এইচএসসি প্রোগ্রাম ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ০১ জুলাই (বুধবার) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএস বিভাগের পরিচালক আনিস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বাউবি ওয়েবসাইটে প্রকাশিত হয়। যা আঞ্চলিক পরিচালক মহোদয় গণের বরাবরে লিখা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুন ২০২০ তারিখে অনুষ্ঠিত সমন্বয় সভায় গৃহিত সিদ্ধান্তের আলােকে নিম্নে বর্ণিত নির্দেশনা প্রদান করা হলাে।

১. এইচএসসি প্রােগ্রামে শিক্ষার্থী ভর্তির হার খুবই হতাশা জনক। সেক্ষেত্রে এ প্রােগ্রামেরও ভর্তি সময়সীমা ৩০/০৯/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলাে। তবে করােনা পরিস্থিতি ভয়াবহতা বিবেচনা করে কোন বিলম্ব ফি প্রযােজ্য হবে না।

২. প্রচলিত রীতি অনুযায়ী এইচএসসি ১ম বর্ষের পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের ২য় বর্ষে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় ২য় বর্ষের রেজিস্ট্রেশনের সময়সীমা পরীক্ষা রুটিন দেয়া সাপেক্ষে নির্ধারণ করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আবেদনের লিংক সহ ভর্তির বিস্তারিত তথ্য জানতে পূর্বের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

শিক্ষা সংবাদ পাঠকের জন্য বাউবি’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares