বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলমান এইচএসসি পরীক্ষা-২০২৪ বাতিল করা হয়েছে। একইসঙ্গে বাতিল পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে ফল তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৪ অনিবার্য কারণবসত বাতিল করা হয়েছে। একইসঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে।
এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত করা হয়। একইসঙ্গে এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন ইন্টোমোলজি, এমএস ইন অ্যাগ্রোনোমি, এমএস ইন অ্যাকুয়াকালচার, এমএস ইন পলিট্রি সায়েন্সের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সে সময় বলা হয়, পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
আপনার মতামত লিখুন :