জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় আবেদন ফরম পূরণ শেষ হবে আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট)। শিক্ষার্থীরা কাল পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। আগের সূচি অনুযায়ী এই সময় ছিল ২২ জুলাই। তবে এ সময়ের মধ্যে যেসব শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেননি, তাঁরা জরিমানা দিয়ে এবার ফরম পূরণ করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ তারিখ ২২ জুলাই ছিল। যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেননি, তাঁদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে দুই হাজার টাকা বিলম্ব ফিসহ ১৮ থেকে ২৭ আগস্টের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ফরম পূরণ, নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে ২৮ থেকে ২৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আপনার মতামত লিখুন :