জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার রাতে এ পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হয়েছে।
মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ। চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
আপনার মতামত লিখুন :