টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দশম গ্রেডের জুনিয়র ইনস্ট্রাক্টর (কারিগরি) পদে লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী আগামী ২৯ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৪০৮ জন।
সোমবার (১৬ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) জুনিয়র ইনস্ট্রাক্টর (কারিগরি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি প্রকাশ এবং কেন্দ্র ও নির্দেশনা দেওয়া হলো।
এদিকে প্রার্থীদের ১১টি নির্দেশনা দিয়েছে পিএসসি। তার মধ্যে অন্যতম কয়েকটি হলো- প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার ১৫ মিনিট পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীরা পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।
২০২২ সালের ২৯ নভেম্বর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২৭ ডিসেম্বর তাতে সংশোধনী আনে পিএসসি। বিজ্ঞপ্তিতে চারটি শূন্য পদের বিপরীতে প্রার্থীদের আবেদন চাওয়া হয়।
আপনার মতামত লিখুন :