বাউবি’র বিবিএ (বাংলা মাধ্যম) ১ম ও ৩য় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২২, ৭:১২ অপরাহ্ণ / ১০৯০
বাউবি’র বিবিএ (বাংলা মাধ্যম) ১ম ও ৩য় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশ
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২১ সালের টার্ম-২১২ এর  বিবিএ (বাংলা মাধ্যম)  প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সই করা সময়সূচি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ সেপ্টেম্বর। প্রতি শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রথম দিন ২৬ আগস্ট শুক্রবার প্রথম সেমিস্টারের ব্যবসায় পরিচিতি এবং তৃতীয় সেমিস্টারের উচ্চতর হিসাব বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর প্রথম সেমিস্টিারের সাধারণ ইংরেজি সকালে এবং বিকালে আর্থিক ব্যবস্থাপনা অনুষ্ঠিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর সকালে প্রথম সেমিস্টারের মৌলিক কম্পিউটার শিক্ষা এবং বিকালে ব্যষ্টিক অর্থনীতি, ১৬ সেপ্টেম্বর সকালে প্রথম সেমিস্টারের হিসাব বিজ্ঞান এবং বিকালে তৃতীয় সেমিস্টারের ব্যবসায় পরিসংখ্যান এবং ২৩ সেপ্টেম্বর সকালে প্রথম সেমিস্টারের হিসাব বিজ্ঞান নীতি এবং বিকালে তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

0Shares