বুধবার , ৩ আগস্ট ২০২২ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

কারিগরিতে উপবৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির নির্দেশ

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
আগস্ট ৩, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ

0Shares

শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলে উপবৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বুধবার (৩ আগস্ট) কারিগরি অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণি (জানুয়ারি-জুন, ২০২২), নবম ও দশম শ্রেণি: (জানুয়ারি-জুন, ২০২২), একাদশ ও দ্বাদশ শ্রেণি (জুলাই-ডিসেম্বর ২০২১ ও জানুয়ারি-জুন, ২০২২), ডিপ্লোমা ১ম পর্ব (জুলাই-ডিসেম্বর, ২০২১), ডিপ্লোমা ৬ষ্ঠ ও ৮ম পর্ব (জানুয়ারি-জুন, ২০২১) মেয়াদে উপবৃত্তি প্রদানের জন্য এমআইএস (MIS) সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্তির সময় শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ভুলের জন্য চারটি কারণে শিক্ষার্থীর তথ্য ডিটিই এমআইএস-এ এন্ট্রি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে।

যেসব কারণে শিক্ষার্থীরা উপবৃত্তিবঞ্চিত হয়েছে সেগুলো হলো-

(১) প্রতিষ্ঠান হতে তথ্য অন্তর্ভুক্ত করার পরে এমআইএস’র মাধ্যমে সেই তথ্য আঞ্চলিক পরিচালক কার্যালয়ে পাঠানো  হয়নি।

(২) আঞ্চলিক পরিচালক কার্যালয়ে যাচাই-বাছাই এর পর তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠানে তথ্য ফেরত দেওয়া হলেও প্রতিষ্ঠান কর্তৃক সে সকল তথ্য সংশোধন করে পুনরায় সংশ্লিষ্ট আরডিও-তে পাঠানো হয়নি।

(৩) প্রতিষ্ঠান কর্তৃক সেমিস্টার/ক্লাস (৬ষ্ঠ, নবম, একাদশ শ্রেণী ও ডিপ্লোমা ১ম সেমিস্টার ব্যতীত) আপডেট করা হয়নি।

(৪) জুলাই-ডিসেম্বর, ২০২১ মেয়াদের ৯ম শ্রেণির (ভর্তির বছর ২০২১) শিক্ষার্থীদের সাথে জানুয়ারি-জুন, ২০২২ মেয়াদের ৯ম শ্রেণির (ভর্তির বছর ২০২২) শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার কারণে জানুয়ারি-জুন, ২০২২ মেয়াদের ১ম শ্রেণির শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করা হয়েছে।

এসব কারণে বাদ পড়া কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য ছক অনুযায়ী মাইক্রোসফট এক্সেল ফাইলে ইংরেজিতে (Times New Roman 12 Font Size) সকল তথ্য পূরণ করে পাঠাতে হবে। সংশ্লিষ্ট ছকের কোনও ঘর ফাঁকা রাখা যাবে না এবং কোনও সেল কে মার্জড করা যাবে না।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য ছক মোতাবেক প্রস্তুত করে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক কার্যালয়ে আগামী ১৬ আগস্ট বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে। পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহ তার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে সঠিক ফরম্যাটে সন্নিবেশিত করে সফট কপি আগামী ২৫ আগস্টের মধ্যে ফরোয়ার্ডিংসহ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিশেষ নির্দেশনা দিয়ে অধিদপ্তর আরও বলছে, ইতোমধ্যে যেসকল শিক্ষার্থীর তথ্য এমআইএস-এ অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে; শুধুমাত্র তাদের তথ্য পাঠাতে হবে। কোনও নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে পাঠানোর প্রয়োজন নেই। এমআইএস’র অধিভুক্ত তথ্যের বাইরে অন্য কোনও তথ্য অন্তর্ভুক্ত করা হলে তাদের উপবৃত্তি প্রদান স্থগিত রাখা হতে পারে। বিষয়টি খুব ভালোভাবে পড়ে সে মোতাবেক তথ্য প্রদান করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের সাথে যোগাযোগ করা যেতে পারে।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

খুবিতে ১০ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু

বাউবি’র এইচএসসি প্রোগ্রাম ১ম বর্ষ ভর্তি ও ২য় বর্ষ রেজিস্ট্রেশনের সময় পুনঃ বৃৃৃৃদ্ধি, ১৬ সেপ্টেম্বর শেষ

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে কোচিং সংশ্লিষ্টরা

মাদ্রাসার ২০২১ সালের জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ১৫ মার্চ, বিস্তারিত দেখুন

৪৬তম বিসিএসে ক্যাডার ও নন–ক্যাডারে পদ ৪ হাজারের বেশি,

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পেছাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএলটি কোর্সে মাস্টার্স, আবেদনপত্র জমার শেষ দিন ৭ সেপ্টেম্বর

উচ্চশিক্ষার পাঠ্যপুস্তক বাংলায় প্রকাশের আহ্বান ইউজিসির

এক আবেদনে জিএসটি গুচ্ছের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ

নুরানী বোর্ডের ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষার ফল প্রকাশ