রবিবার , ৩১ জুলাই ২০২২ | ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

অক্টোবরে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
জুলাই ৩১, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ

0Shares

ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ সভায় সভাপতিত্ব করেন। অ্যাকাডেমির আওতায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের প্রশিক্ষণ দেওয়া হবে সভায় জানানো হয়।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, ‘প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাধ্যতামূলক কোনও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এটি করা গেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়বে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ট্রেনিং কীভাবে হবে, মডিউলের ধরন ইত্যাদি নিয়ে কাজ চলমান রয়েছে।

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি হবে। প্রশিক্ষণ মানসম্মত শিক্ষক তৈরিতে ভূমিকা রাখবে। ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি শিক্ষকদের প্রশিক্ষণ দানে স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

তিনি বলেন, ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি অবকাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের সুযোগ থাকবে।’

সভায় জানানো হয়, প্রস্তাবিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক ভেন্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রাথমিকভাবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের চার মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হবে। ৬০ ভাগ অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট ও ৪০ ভাগ নন-অ্যাকাডেমিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের ‘স্ট্র্যাটেজিক প্লান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০’-এর অংশ হিসেবে ইউজিসি ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে।

সভায় আরও ছিলেন– ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানি ফকির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশারফ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং অ্যাকাডেমির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ শামস বিন তারিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. দ্বৈপয়ান সিকদার, টেলিকমিউনিকেশনস স্টাফ কলেজের মহাব্যবস্থাপক (প্রশিক্ষণ) মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মো. মোহসীন আলী, কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি এসুরেন্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) দুর্গা রানী সরকার এবং একই বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স, জিপিএ ২.৫ হলেই আবেদন

বাউবি’র বিবিএ প্রোগ্রাম এ ভর্তি শুরু, চলবে ৫ নভেম্বর পর্যন্ত

নতুন শিক্ষাক্রম : ৩১ অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে সব শিক্ষককে

শিল্প মন্ত্রালয়ের অধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ২৫ টি পদে ৫৫ জন নিয়োগ দিবে

উপবৃত্তি জন্য কারিগরি’র ৪৯ হাজার শিক্ষার্থীর অ্যাকাউন্টের তথ্য সংশোধনের নির্দেশ

এনইউ’র ২০১৯ এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত, ১৫ ডিসেম্বর শেষ সময়

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ

আইএইউ’র কামিল (স্নাতকোত্তর) ১ম,২য় বর্ষ পরীক্ষা ২০১৯ এর ফরম পূরণের সময় প্রকাশিত

২০২১ সালের ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ