অনলাইনে পিউপিলেজ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু, ফি ১ হাজার ৮০ টাকা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২২, ৩:০৬ অপরাহ্ণ / ১৮০
অনলাইনে পিউপিলেজ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু, ফি ১ হাজার ৮০ টাকা
0Shares

অধস্তন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। ফলে আজ থেকে টেলিটকের মাধ্যমে অনলাইনে পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম পূরণ করে আবেদন করা যাবে।

আজ সোমবার (৪ জুলাই) বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অধস্তন আদালতের রেজিস্ট্রেশন ফরম পূরণে আগ্রহী প্রত্যেক প্রার্থীকে নিজস্ব একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করে ফরম পূরণের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে। ওই মোবাইল নম্বরে ফরম পূরণ, রেজিস্ট্রেশন ফি জমা হওয়া ইত্যাদি বিষয়ে বার্তা (মেসেজ) দেওয়া হবে।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট টেলিটক নম্বর (১৬২২২ অথবা ০১৫৫০১৫৫৫৫৫) হতে পেমেন্ট নিশ্চিতকরণ বার্তা, ইউজার আইডি প্রভৃতি তথ্য প্রার্থীর স্ব স্ব মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। অধস্তন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন ফি বাবদ ১০৮০ টাকা প্রদান করতে হবে।

অনলাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন।

0Shares