প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ / ১৩৯
প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
0Shares

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এই ফল প্রকাশ করে।  এতে ২৯ জেলার মোট ৫৩ হাজার ৫৯৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। গত ২০ মে অনুষ্ঠিত হয়েছে লিখিত পরীক্ষা।

এর আগে, গত ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ করা হয় ১২ মে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর দ্বিতীয় ধাপে ২৯টি জেলায় গত ২০ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট চার লাখ ৬৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী অংশ নেন।

আর তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট প্রার্থীর সংখ্যা চার লাখ ৪৬ হাজার ৫৯৮।

উল্লেখ্য, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

0Shares