বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

বশেমুরবিপ্রবি’র হল খুলবে ৭ অক্টোবর

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি’র হল খুলবে ৭ অক্টোবর

0Shares

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে ২৪তম একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া ও শিক্ষার্থীদের হলে অবস্থান এবং তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো প্রথম দফায় আগামী ৭ অক্টোবর থেকে সম্মান চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা হলে উঠবেন। পরে ২০ অক্টোবর থেকে সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেওয়া হবে। হলে ওঠার ক্ষেত্রে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও হলের আবাসিক শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র থাকতে হবে। শ্রেণিকক্ষ ও পরীক্ষার হলে অবশ্যই সব শিক্ষার্থীকে মাস্ক পরিধান করতে হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ প্রায় ১ বছর ৭ মাস পর হলে ফেরা হবে, এ আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আবু জাহিদ বলেন, ‘হলের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী ইতিমধ্যে দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। আমরা যথাযথ বিধি মেনে হলে উঠতে প্রস্তুত।’

বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে আমরা হল খোলার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদানসহ নয়টি বিষয় প্রদানের জন্য প্রশাসনের নিকট লিখিতভাবে সুপারিশ করেছি।’

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছলের ১৮ মার্চ থেকে বশেমুরবিপ্রবির সব কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৮ মাস শেষে ১৫ সেপ্টেম্বর থেকে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হলেও বন্ধ রাখা হয়েছে আবাসিক হলগুলো।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

রাবিতে ভর্তির চতুর্থ পর্যায়ের সিলেকশনের ফল প্রকাশ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন

এক স্কুলে ৩ থেকে ৫ বছরের বেশি থাকবে না প্রাথমিক শিক্ষকরা

পরিস্থিতি দেখে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিকল্প মূল্যায়নের চিন্তা : শিক্ষামন্ত্রী

জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (টিআইইউ) পড়াশোনার সুযোগ

জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (টিআইইউ) পড়াশোনার সুযোগ

প্রাথমিকের রেডিওতে ক্লাস সম্প্রচারের ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রুটিন প্রকাশ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

বাউবি’র PGDM এবং CIM প্রোগ্রামের ১৮২ টার্ম (২য় লেভেল) পরীক্ষা ৫ জুলাই শুরু

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৫ দশমিক ৫৯

সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাসের ২০-২৪ সেপ্টেম্বর পর্যন্ত রুটিন প্রকাশ, সরাসরি ক্লাস দেখুন