বাউবি’র ২০১৯ সালের বিএ-বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২১, ৯:১০ অপরাহ্ণ / ৫০১
বাউবি’র ২০১৯ সালের বিএ-বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ব্যাচেলর অব আর্টস ((বিএ) ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ২০১৯ সালের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।

কোভিড-১৯ অতিমারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সাথে সাথেই এ পরীক্ষাটি স্বল্পতম সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

দেশের বিভিন্ন  জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজের মোট ৩২৩ টি পরীক্ষা কেন্দ্রে সিমেস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৮৭ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছাত্রী ২ লাখ ২৫ হাজার ৩৯০ জন ছাত্র এবং ছাত্র ১ লাখ ৬২ হাজার ২০৫ জন।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে ভিজিল্যান্স টীম পাঠানো, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়াকে বাধ্যতামূলক করা হয়েছে।

রুটিন অনুযায়ী এ পরীক্ষা সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল-বিকেলে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ৮ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।

0Shares