বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

বুয়েট ভর্তির প্রাক্‌-নির্বাচনী অক্টোবরে, চূড়ান্ত পরীক্ষা নভেম্বরে

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
সেপ্টেম্বর ৮, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ

0Shares

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এত দিন স্থগিত থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী পর্ব আগামী ২০ ও ২১ অক্টোবর আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

গতকাল মঙ্গলবার বিকেলে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়। সভায় বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে বুয়েটের ক্যাম্পাসেই প্রাক্‌-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের গত বৃহস্পতিবারের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর প্রাক্‌-নির্বাচনী ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষার তারিখ ঠিক করা হয়। বুয়েটের একাডেমিক কাউন্সিল সেই তারিখ অনুমোদন করেছে। নির্ধারিত তারিখে স্বাস্থ্যবিধি মেনে বুয়েটের ক্যাম্পাসেই পরীক্ষাগুলো নেওয়া হবে।

এর আগে ৩০ জুন ও ১ জুলাই ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী পর্ব আর ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বুয়েট কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি ও বিধিনিষেধের কারণে সেই তারিখ স্থগিত করা হয়। পরিস্থিতি অনুকূলে আসায় এখন ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হলো।

করোনা মহামারি পরিস্থিতিতে এবার শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষিত হওয়ায় ভর্তিপ্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এনেছে বুয়েট কর্তৃপক্ষ। আগে যেখানে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার পরিবর্তে শুধু এসএসসি ও এইচএসসির ফলের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত পরীক্ষার সুযোগ দেওয়া হতো, এবার সেখানে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা নিচ্ছে বুয়েট।

প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার নম্বরের ভিত্তিতে বুয়েট ছয় হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার জন্য বেছে নেবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মোট ১ হাজার ২১৫ শিক্ষার্থী এবার বুয়েটের বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

২০২২ সালের আলিম পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু কাল

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় পুনরায় বৃদ্ধি

৩০ মে’র পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ভাবনা, মানতে হবে ১৭ টি নির্দেশনা

বাউবি’র অধীনস্থ এমএ/এমএসএস প্রোগ্রামের প্রিলিমিনারী ২০১৮ (জুন) সালের পরীক্ষার সময়সূচি পরিবর্তিত

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

মাদ্রাসায় নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ-সপ্তমের বার্ষিক মূল্যায়ন সূচি সংশোধন

বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ

অনলাইনে পিউপিলেজ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু, ফি ১ হাজার ৮০ টাকা

এনইউ’র ২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) ১ম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা ২৮ জুলাই শুরু