প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২১, ৭:৪১ অপরাহ্ণ / ৪৬৭
প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি
0Shares

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বাড়তির দিকে থাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, করোনা থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পাঠদান বন্ধ থাকবে। একইসঙ্গে শ্রেণিকক্ষে পুনরায় পাঠদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এদিকে, গত সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে তা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

ওই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়।

0Shares