ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা অনলাইনে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২১, ৬:৫২ অপরাহ্ণ / ৩১১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা অনলাইনে
0Shares

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার বিকেলে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষদীয় ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে পরামর্শ আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভিসি শেখ আবদুস সালাম।

পরীক্ষার ব্যাপারে স্ব-স্ব বিভাগে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে। যেসব বিভাগ প্রস্তুত রয়েছেন তারা চাইলে যে কোনো সময় পরীক্ষা শুরু করতে পারেন।

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু ও অনুষদীয় ডিনরা উপস্থিত ছিলেন।

0Shares