চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা সশরীরে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ / ৩৫৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা সশরীরে
0Shares

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেয়া ক্লাসের পরীক্ষা সশরীরেই নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেয়া শুরু করতে পারবে। তবে শতভাগ শিক্ষার্থীর টিকার আওতায় না আসা পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের চলমান, স্থগিত ও অসমাপ্ত পরীক্ষাসমূহ শেষ করতে একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্ব স্ব বিভাগের সভাপতি, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

হল খোলার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শতভাগ টিকা না নিলে হল খোলা অসম্ভব। তাই শতভাগ টিকা নিশ্চিতের পর খুলে দেয়া হবে হলগুলো।

জানা যায়, করোনা মহামারি যদি দীর্ঘায়িত হয় তাহলে পরীক্ষা অনলাইনে কীভাবে নেয়া যায় সেজন্য বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। পরে ডিনবৃন্দরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা কমিটির নিকট প্রেরণ করবেন।

এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে গত ৯ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।

0Shares