ঢাবি’র আইবিএতে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিবিএ ভর্তির প্রবেশপত্র সংগ্রহ শুরু ১৮ জুলাই


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৪, ২০২১, ৮:২৩ অপরাহ্ণ / ৫৭১
ঢাবি’র আইবিএতে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিবিএ ভর্তির প্রবেশপত্র সংগ্রহ শুরু ১৮ জুলাই
0Shares

করোনা পরিস্থিতির বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ার এ তথ্য জানিয়েছেন।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুন আইবিএর ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে গত ২৩ মে ভর্তি পরীক্ষা স্থগিত করে আইবিএ। এর কারণ হিসেবে বলা হয়, করোনা পরিস্থিতি ও লকডাউনের সময়সীমা বাড়ার কারণে এ সিদ্ধান্ত।

এদিকে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

0Shares