কিউএস জরিপে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের তালিকায় ঢাবি, বুয়েট সহ বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ৯, ২০২১, ৮:২৬ অপরাহ্ণ / ৩৮৬
কিউএস জরিপে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের তালিকায় ঢাবি, বুয়েট সহ বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়
0Shares

যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের তালিকায় বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

বুধবার সংস্থার ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২২’ শীর্ষক ‘সেরা’ ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়।

এতে টানা তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৮০১-১০০০তম স্থানে রয়েছে।

এবার দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

তালিকায় বিশ্ববিদ্যালয় দুটি ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে।

কিউএস র‌্যাংকিয়ে সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অবস্থান ও স্কোর প্রকাশ করা হয়।

বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয় এর মধ্যে না থাকায় তাদের নির্দিষ্ট অবস্থান ও স্কোর উল্লেখ করা হয়নি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‌্যাংকিং ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল; ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস৷

ছয়টি সূচকে মোট ১০০ নম্বরে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করে কিউএস।

এর মধ্যে একাডেমিক খ্যাতি ৪০, চাকরির বাজারে সুনাম ১০, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ২০, শিক্ষকদের গবেষণা ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ৫ নম্বর ধরা হয়৷

এই নিয়ে তালিকায় টানা দশমবারের মতো প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

দ্বিতীয় স্থানে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, চতুর্থ স্থানে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও পঞ্চম স্থানে হার্ভাড ইউনিভার্সিটি আছে।

0Shares