৩ জুনের মধ্যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের প্রশ্নমালা পূরণের নির্দেশ মাউশি’র


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২, ২০২১, ৪:৩৯ পূর্বাহ্ণ / ২৪০
৩ জুনের মধ্যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের প্রশ্নমালা পূরণের নির্দেশ মাউশি’র
0Shares

করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বছর পেরিয়েছে। গত বছর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাসে ব্যস্ত রাখার চেষ্টা করেছে সরকার। সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছিল সরকার।

৩ জুনের মধ্যে সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করতে বাকি থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মাউশির চিঠিতে বলা হয়েছে, ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ফলপ্রসূতা যাচাইয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলার ১ হাজার ৯০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধান শিক্ষক, শিক্ষক এবং তাঁদের সহায়তায় অভিভাবক ও শিক্ষার্থীদের সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা ২০ মের মধ্যে পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু মনোনীত ১ হাজার ৯০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০০টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করেনি। তাদের ৩ জুনের মধ্য সমীক্ষা পরিচালনার প্রশ্নমালা পূরণ করে পাঠাতে হবে।

মাউশি’র বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

0Shares