জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২৪, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ / ৫১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ
0Shares

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে পাবেন। এ জন্য যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU<space>H3<space>Exam Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও ফলাফল জানা যাবে।

২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষায় ২৩টি অনার্স বিষয়ে মোট ২ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি থাকলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোনো আপত্তি/অভিযোগ গ্রহণ হবে না বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

0Shares