প্রাথমিকে সরকার আরোপিত বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২৩, ২০২১, ৭:২২ অপরাহ্ণ / ৩৮৪
প্রাথমিকে সরকার আরোপিত বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ
0Shares

আগামী ৩০ মে পর্যন্ত সরকার আরোপিত বিধি-নিষেধ মেনে চলতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রবিবার (২৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। ফলে ওইদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে না।

প্রসঙ্গত, আগামী ২৯ মে পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। রবিবার (২৩ মে) সরকারি বিধিনিষেধ আরোপ করায় পরদিনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ থাকছে না।

সরকারি আরোপিত নির্দেশনা প্রতিপালন সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাস বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ নির্দেশগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা বিধি-নিষেধে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপের সময়সীমা ২৩ মে থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

0Shares