বিলম্ব ফি ছাড়া ২২ থেকে ২৯ মে পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণের পুনঃ সুযোগ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৭, ২০২১, ১০:২৮ অপরাহ্ণ / ৪৭৩
বিলম্ব ফি ছাড়া ২২ থেকে ২৯ মে পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণের পুনঃ সুযোগ
0Shares

বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণে ফের শিক্ষার্থীদের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ২২ মে থেকে আবারও পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। চলবে ২৯ মে পর্যন্ত। আর ৩০ মের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ড ফি জমা দিতে হবে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় ফের সুযোগ দেয়া হয়েছে। একইসাথে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের বর্ধিত সময় নির্ধারণ করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে।

এতে আরো বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফিয়ের অতিরিক্ত ফি আদায় করার কোন সুযোগ নেই। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares