বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি আবেদন সর্বাত্মক লকডাউন শেষে ১০ দিন পর্যন্ত করা যাবে

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
এপ্রিল ১৫, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ

0Shares

বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সর্বাত্মক লকডাউন শেষের পরবর্তী ১০ দিন পর্যন্ত করা যাবে।

বৃহস্পতিবার সমন্বিত ভর্তি কমিটির ষষ্ঠ সভায় সময় বাড়ানো এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক আবেদনের সময় বাড়ানোর পাশাপাশি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তির শর্ত কিছুটা শিথিল করা হয়েছে।

তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সব শর্ত অপরিবর্তিত থাকবে।

এবার গুচ্ছভুক্ত প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি করা হবে।

এই ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন গ্রহণ ১ এপ্রিল থেকে শুরু হয় এবং বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত জমা দেওয়ার সুযোগ ছিল।

নতুন সিদ্ধান্তের ফলে চলমান সর্বাত্মক লকডাউন শেষ হওয়ার ১০ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবারের বৈঠকের অপর সিদ্ধান্ত অনুযায়ী, মানবিকের শিক্ষার্থীরা এখন জিপিএ ৬ এবং বাণিজ্যের শিক্ষার্থীরা জিপিএ সাড়ে ৬ থাকলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অবশ্য জিপিএ নূন্যতম ৩ থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এর আগে ভর্তির প্রথম বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৮, বাণিজ্যের সাড়ে ৭ এবং মানবিকের শিক্ষার্থীদের জিপিএ ৭ থাকার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল।

সেখানে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ ন্যূনতম সাড়ে ৩ করে থাকার শর্ত ছিল। মানবিক ও বাণিজ্য বিভাগের বেলায় এ ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

নতুন করে আবেদনে আগ্রহীরা আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

প্রাথমিক বাছাইয়ে যারা উত্তীর্ণ হবেন, সেসব শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৬০০ টাকা জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে হবে।

চূড়ান্ত আবেদনের সময়সীমা পরে জানানো হবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা।

সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রমে অর্ন্তভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যরা উপস্থিত ছিলেন।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

প্রাথমিক ও ইবতেদায়ীর সনদ সংশোধন জেলায়, অধিদপ্তরে নয়

এসএসসি ও সমমান পরীক্ষার ফল দ্রুত প্রকাশের চেষ্টা, শিক্ষা বোর্ডগুলোর আংশিক খুলছে

বিশ্ববিদ্যালয় পরিচিতি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বিশ্ববিদ্যালয় পরিচিতি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

এনইউ’র ২০১৯-২০ ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২য় রিলিজ স্লিপে ভর্তি ২৬ নভেম্বর পর্যন্ত

বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল’ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময়সূচী প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা ১ জুলাই শুরু

বাউবি’র বিএ/বিএসএস প্রোগ্রাম ২য়-৬ষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাস