কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজম ভর্তির সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২১, ৮:০০ অপরাহ্ণ / ১০২৬
কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজম ভর্তির সময় বৃদ্ধি
0Shares

সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে এসএসসি উত্তীর্ণদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজম শিক্ষাক্রমে তৃতীয় পর্বের শূন্য আসনে ভর্তির সময় বাড়ানো হয়েছে। ১১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত শিক্ষার্থীরা তৃতীয় পর্বে ভর্তির আবেদন করার সুযোগ পাবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

শিক্ষার্থীদের কাছের সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিজ্ঞান ও ভোকেশনাল শাখা থেকে উত্তীর্ণ এইচএসসি শিক্ষর্থীদের ভর্তির জন্য আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ১১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বরাবর ভর্তির আবেদন করতে হবে। প্রতিষ্ঠান থেকে আগামী ২৭ মে থেকে ২ জুনের মধ্যে আবেদনকারীদের তথ্য অনলাইনে বোর্ডে পাঠাতে হবে। ৭ জুন নির্বাচিক শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে তৃতীয় পর্বে ক্লাস শুরুর কোনো সময় জানায়নি কারিগরি শিক্ষা বোর্ড।

কারিগরি’র ডিপ্লোমা ভর্তির সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

0Shares