চবি’র ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ঈদুল ফিতরের পর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ / ৩৮৪
চবি’র ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ঈদুল ফিতরের পর
0Shares

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে ঈদুল ফিতরের পর। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি। এরপর মে fমাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানা যাবে।

সভা সূত্র জানায়, করোনা প্রাদুর্ভাব না কমলেও ক্যাম্পাসেই সরাসরি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতবার  ১২০ নম্বরের পরীক্ষা ছিল। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। এবার ২০ নম্বর কিভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, আবেদনের যোগ্যতা কী হবে, এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

0Shares