বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

জিপিএ-৫ পেয়েও ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৭:০১ অপরাহ্ণ

0Shares

জিপিএ-৫ পেয়েও ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না ৭৮ হাজারেরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভর্তি নীতিমালা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে নীতিমালার তথ্য অনুযায়ী, প্রতি ইউনিটে ৪৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তথ্যমতে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। এদের মধ্যে শুধু বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৩ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। ফলে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না ৭৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী।

তবে এবছর মাধ্যমিকে বাণিজ্য বিভাগ থেকে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার। সে হিসেবে এ বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে জিপিএ-৫ না পাওয়া ৩৬ হাজার শিক্ষার্থী। অন্যদিকে মানবিক বিভাগ থেকে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার। ফলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে জিপিএ-৫ না পাওয়া আরও ২৬ হাজার শিক্ষার্থী।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে ৩০ হাজার করে মোট ৯০ হাজার শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলেও অটোপাসের কারণে এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট তিনটি ইউনিটে আসন সংখ্যা চার হাজার ১৯১ টি। এ (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ১৯ টি, বি (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০ টি এবং সি (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে এক হাজার ৬১২ টি আসন রয়েছে।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

সাত কলেজের সম্মান ৪র্থ বর্ষের মানোন্নয়ন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৩ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ সেমিস্টার চালুর চিন্তা

জিএসটি গুচ্ছ ভর্তির তারিখ ফের পরিবর্তন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

এফসিপিএস মেডিসিন ২য় পর্বে মক টেস্ট স্থগিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে আদেশ জারি

কারিগরি শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড়

লকডাউন উঠে গেলে ১০-১৫ দিনের নোটিশে ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্থগিতকৃত পরীক্ষা

বাউবি’র ৩ বছর মেয়াদি বিএজিএড (জানুয়ারি-জুন ২০২০) ভর্তি শুরু, বিস্তারিত দেখুন