দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৭, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ / ১০৭২
দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
0Shares

দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। ৩ মাসে শেষ করার মত করে এ সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সিলেবাসটি মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিটিবিতে আয়োজিত এক সভায় সিলেবাস আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির কাছে জমা দেয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বোর্ডের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে আজ শুক্রবার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করল মাদরাসা শিক্ষা বোর্ড।

এর আগে, গত ২৫ জানুয়ারি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হলেও তা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি ওঠে। প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান। তারপর সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেয়া হয়। গত ২৭ জানুয়ারি সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার দায়িত্ব দেয়া হয়েছিল এনসিটিবিকে।

 

দাখিলের সংক্ষিপ্ত সিলেবাস দেখতে ক্লিক করুন এখানে 

আলিমের সংক্ষিপ্ত সিলেবাস দেখতে ক্লিক করুন এখানে 

0Shares