দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ / ৯৬০
দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশ
0Shares

করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সব স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতে দাখিল মাদরাসার শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ১২ এপ্রিল পর্যন্ত সিলেবাস পুণঃনির্ধারণ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে।  সে সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে অধিদপ্তর।

স্বাস্থ্যবিধি মেনে এসব অ্যাসাইনমেন্ট মাদরাসা শিক্ষার্থীদের পৌঁছে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এ অ্যাসাইনমেন্ট ছাড়া পরীক্ষা বা বাড়ির কাজের মতো অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে না বলেও বলা হয়েছে। আর নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে তা বাতিল করা হবে। সেক্ষেত্রে আবারও অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের।

 

দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

0Shares