৪ ফেব্রুয়ারি এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষার্থীদের নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২১, ৬:৫৯ অপরাহ্ণ / ৫১৪
৪ ফেব্রুয়ারি এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষার্থীদের নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
0Shares

আগামী ৪ ফেব্রুয়ারি এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৫ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তা বাতিল করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা সিলেবাসটি সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব নয় বলে তা পরিমার্জনে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া বৈঠকে এনসিটিবির চেয়ারম্যান, সচিব এবং সংক্ষিপ্ত সিলেবাসের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তারা ছিলেন। ওই বৈঠকেই এসব সিদ্ধান্ত হয়।

এনসিটিবির কর্মকর্তারা জানান, এসএসসির যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তাতে বিভিন্ন জায়গা থেকে আপত্তি এসেছে। প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (২৫ জানুয়ারি) এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

সংক্ষিপ্ত সিলেবাস শেষ হয়ে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করার কথা রয়েছে।

0Shares