২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু, মোবাইলে পাওয়ার নিয়ম


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২১, ৮:১২ অপরাহ্ণ / ৩৩৭
২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু, মোবাইলে পাওয়ার নিয়ম
0Shares

ঘরে বসে ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। [HSC Board Roll Year] [Example: HSC DHAKA 123456 2020]

এর আগে ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসি’র ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে অধ্যাদেশ জারি করতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারির সম্ভাবনা রয়েছে।

মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এখন পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসি’র ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে। অদ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেয়া হবে।

0Shares