রবিবার , ২৭ ডিসেম্বর ২০২০ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

নতুন শিক্ষাবর্ষ থেকে বশেমুরবিপ্রবি’র আসন সংখ্যা অর্ধেক হচ্ছে

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
ডিসেম্বর ২৭, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ

0Shares

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সর্বোচ্চ ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ৩ হাজার ৭০। সেই হিসেবে এ বছর আসন সংখ্যা কমিয়ে অর্ধেক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। তিনি বলেন, ৫৫ একরের এই ছোট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। পরবর্তী ভর্তি পরীক্ষা থেকে এ সংখ্যা কমিয়ে আনা হবে। প্রতি বিভাগে ৩৫ থেকে ৬০ জন করে সর্বোচ্চ ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া প্রতিটি শ্রেণিকক্ষ আধুনিকায়ন করা হবে। মাস্টার প্লানিংয়ের মাধ্যমে অত্যাধুনিক হল নির্মাণ করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোসহ আশেপাশে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নেই, শরীরচর্চা কিংবা খেলাধুলারও তেমন ব্যবস্থা নেই। এ বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা অবশ্যই করা হবে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতদূর সম্ভব ভর্তুকিও দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বড় খেলার মাঠটি রয়েছে, সেটিকে আধুনিকায়ন করার পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতে এ মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের আয়োজন করা যাবে।

অপরদিকে এক দশক ধরে শিক্ষা-কার্যক্রম চলা এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে মাত্র একজন অধ্যাপক। গবেষণা কার্যক্রমেও নেই তেমন অগ্রগতি। এ সকল বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার জন্য অধ্যাপকের কোনো বিকল্প নেই। চুক্তিভিত্তিক অধ্যাপক নিয়োগের পাশাপাশি অনলাইনে ক্লাস নিতে পারবেন এমন অধ্যাপকদেরও নিয়োগ দেওয়া হবে। আর গবেষণার দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র অভিজ্ঞ শিক্ষকদের। একজন অভিজ্ঞ শিক্ষক যেমন সফলভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারেন তেমনি শিক্ষার্থীদের গবেষণার কাজে দক্ষও করে তুলতে পারেন।

উপাচার্য আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে কাজে লাগিয়ে এই অঞ্চলের পাশাপাশি বৃহত্তর ফরিদপুরে সাক্ষরতার হার বৃদ্ধিসহ বেকারদের দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করবো।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

৬৫ কোটি টাকা পেলেন অবসরে যাওয়া ১২৪০ শিক্ষক-কর্মচারী

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়

মাধ্যমিকের ষষ্ঠ – নবম শ্রেণির ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাউশি, দেখুন এখানে

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

জিএসটি গুচ্ছে যুক্ত হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউজিসিতে আবেদন

দেড় বছর পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের সিলেবাস

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) সমুহের তালিকা দেখুন, প্রতিষ্ঠান প্রধানগণের যোগাগোগের নম্বর ও ঠিকানা সহ

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) সমুহের তালিকা দেখুন, প্রতিষ্ঠান প্রধানগণের যোগাগোগের নম্বর ও ঠিকানা সহ

বাউবি’র অধীভূক্ত এমবিএ (ইভিনিং) প্রোগ্রাম স্প্রীং ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মনোনীত তালিকা প্রকাশিত

বিএসএমএমইউর বিভিন্ন সাব-স্পেশালিটিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ