নারয়ণগঞ্জ, নাটোর ও মেহেরপুরে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২০, ৮:০৭ অপরাহ্ণ / ৬৭৭
নারয়ণগঞ্জ, নাটোর ও মেহেরপুরে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
0Shares

দেশে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়গুলো হল, নারয়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় তিনটির খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তাবায়নে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনে তিনটি আইনের খসড়া তৈরি করতে বলা হয়েছে ইউজিসিকে। এ নির্দেশনা দিয়ে ইউজিসি চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশে মোট ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এরমধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি।

0Shares