মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা ১৫ অক্টোবর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২০, ৯:১৬ অপরাহ্ণ / ২৯১
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা ১৫ অক্টোবর
0Shares

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ‘ইস্ট পাকিস্তান ইন্টারমিডিয়েট অ্যানড সেকেন্ডারি অ্যাক্ট সংশোধন ও পরিমার্জন করে বাংলায় ভাষায় প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে খসড়া ইতোমধ্যে তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

২০১৯ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল আইনের খসড়াটি জনমত যাচাইয়ের লক্ষ্যে প্রকাশ করেছিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ খসড়াটি চূড়ান্তকরণেই ১৫ অক্টোবর সভা ডাকা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

0Shares