বুধবার , ১৯ আগস্ট ২০২০ | ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়ার প্রস্তাব

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
আগস্ট ১৯, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ

0Shares

করোনা সংকটে থাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদানের চিত্র তুলে ধরে পরীক্ষা গ্রহণের বিকল্প কয়েকটি প্রস্তাবের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সার-সংক্ষেপে এবছর স্কুলে স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে, আর শিক্ষাবর্ষ বাড়ানোরও প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আজ বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষাটা বিদ্যালয়ে নেওয়ার চিন্তাভাবনা করছি, আগে এটা কেন্দ্রভিত্তক নেওয়া হত। এটা না করে স্ব স্ব বিদ্যালয়ে, যাতে করে জমায়েতটা বেশি না হয়, আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়, এ রকম চিন্তাভাবনা আমরা করছি।

নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়ার পাশাপাশি বিকল্প প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী জাকির।

অন্য বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গিয়ে ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসতে হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা আয়োজন করে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে, তবে এরপরও স্বাভাবিক ক্লাসে ফেরার পরিবেশ হবে কি না, সে নিশ্চয়তা নেই।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, বন্ধের কারণে শিক্ষার সময়টা আমরা পাইনি। বলেছিলাম প্রয়োজনে হলে জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাসে সিলেবাস শেষ করব। দুই মাস এগিয়ে নেওয়া যায় কি না, সেই চিন্তা করছিলাম। তখন পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা আছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে এবছর পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যেটা আছে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা হয়েছে, ওনার ওখানে যে চিন্তা-ভাবনা হয়েছে সেটাও প্রস্তাবনায় দেওয়া আছে।

তিনি বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষাটা বিদ্যালয়ে নেওয়ার চিন্তাভাবনা করছি। আগে এটা কেন্দ্রভিত্তিক নেওয়া হতো। এটা না করে স্ব স্ব বিদ্যালয়ে, যাতে করে জমায়েতটা বেশি না হয়, আমাদের ছেলেমেয়ে আক্রান্ত না হয়, এ রকম চিন্তাভাবনা আমরা করছি।

প্রতিমন্ত্রী জানান, সমাপনী পরীক্ষা না হলে মেধাভিত্তিক বৃত্তি দেওয়া সম্ভব হবে না। তবে উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে। পরীক্ষা না হলে বৃত্তি থাকবে না।

তিনি আরও বলেন, সেপ্টেম্বরে বিদ্যালয় খুলে দেওয়া হলে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হবে।

চার-পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী যেটি অনুমোদন দেন সেভাবে হবে।

তবে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি বিষয়ে এখনও কোনো সিদ্দান্ত বা প্রস্তাবনা তৈরি করা হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

৩১ টি বিষয়ে ৬ হাজার লেকচারে ভিডিও লাইব্রেরি গড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছে শিক্ষাবোর্ডগুলো

এবারে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় ১১০ ধাপ পিছিয়ে ১৭৯৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

এনইউ’র ২০১৯-২০ ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত

এনইউ’র ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশিত, রুটিন দেখুন

কৃষি বিশ্ববিদ্যালয় সমুহের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৯ মে

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি মৌখিক পরীক্ষা স্থগিত

বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় ২৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় ২৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ