বাউবি’র বিবিএ ১৯১ (১ম, ৩য়, ৫ম, ও ৭ম লেভেল) সিমেস্টার পরীক্ষা ফি জমা ২০ আগস্ট পর্যন্ত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২০, ১০:০৪ অপরাহ্ণ / ৭৯১
বাউবি’র বিবিএ ১৯১ (১ম, ৩য়, ৫ম, ও ৭ম লেভেল) সিমেস্টার পরীক্ষা ফি জমা ২০ আগস্ট পর্যন্ত
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র পরিচালিত বিবিএ প্রােগ্রামের ১৯১ (১ম, ৩য়, ৫ম, ও ৭ম লেভেল) সিমেস্টারের কোর্সসমূহে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও পুনঃপরীক্ষার ফি জমাদানের মেয়াদ ২০/০৮/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ২২ জুলাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএস বিভাগের পরিচালক ড. আনিস রহমান স্বাক্ষরিত বাউবি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউবি’র বিবিএ প্রােগ্রামের ১৯১ (১ম, ৩য়, ৫ম, ও ৭ম লেভেল) সিমেস্টারের কোর্সসমূহে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও পুনঃপরীক্ষার ফি জমাদানের মেয়াদ ২০/০৮/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলাে। এক্ষেত্রে কোন বিলম্ব ফি প্রযােজ্য হবে না।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটির দিন ব্যতীত সােম, বুধ ও শুক্রবার অফিস চলাকালীন সময়ে শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পূর্ববর্তী সেমিস্টারের নম্বরপত্রের কপি, পেমেন্ট সংক্রান্ত ডকুমেন্টসহ প্রয়ােজনীয় কাগজপত্র বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে উল্লেখিত তারিখের মধ্যে জমাদান করবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণসহ প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরােধ করা হল।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য বাউবি’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares