শনিবার , ২৫ জুলাই ২০২০ | ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ (এইচএসসি/আলিম/ বিএম ভোক) শ্রেণিতে ভর্তির আবেদন দাখিলের নিয়ম

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
জুলাই ২৫, ২০২০ ৬:০০ অপরাহ্ণ

0Shares

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ (এইচএসসি/আলিম/ বিএম ভোক) শ্রেণিতে ভর্তির
আবেদন দাখিলের জন্য করণীয় ধাপগুলো দেখে নিন।

(ক) নিন্মলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে।

১. টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সোনালী ব্যাংক এর আবেদন ফি ১৫০/- টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Apply Online” Button -এ ক্লিক করতে হবে;এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।

২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।

৩. অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি (ইন্টারনেট এবং SMS উভয় পদ্ধতি মিলে) সর্বমোট কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবে।

৪. এরপর আবেদনকারী “Preview Application” Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন।

৫. Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী “Submit” Button-এ ক্লিক করবেন।

৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গোপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) নিতে পারবেন।

(খ) উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (অর্থাৎ টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/গ্রামীণফোন) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।

কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) : মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচছুক শিক্ষার্থী তথ্য-ছকের নিদিষ্ট স্থানে FQ কোটা Select করবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কতৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/ মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

পছন্দক্রম পরিবর্তন : একজন আবেদনকারী সর্বোচ্চ ৫(পাঁচ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে।

যারা ভর্তি হতে পারবে : ২০১৮,২০১৯ ও ২০২০ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮,২০১৯ ও ২০২০ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ২২ বছর।

আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইন এ আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা : আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত।

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশ : ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ২৫ আগস্ট রাত ৮.০০ টায় এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) : ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮.০০ পর্যন্ত

২য় পর্যায়ের আবেদনের সময়সীমা : ৩১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ : ০৪ সেপ্টেম্বর রাত ৮.০০ টায়

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) : ০৫ থেকে ০৬ সেপ্টেম্বর বিকাল ৫.০০ টা পর্যন্ত।

৩য় পর্যায়ের আবেদনের সময়সীমা : ০৭ থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ : ১০ সেপ্টেম্বর । (রাত ৮.০০ টায়)

৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ১০ সেপ্টেম্বর । (রাত ৮.০০ টায়)

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) : ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮.০০টা পর্যন্ত

ভর্তির সময়সীমা : ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবে।

Payment Operator :
Nagad, Sonali Bank, Teletalk, bKash, Sure Cash, Rocket.

মেধা ও পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত হবে।

পিডিএফ ফাইল :
1. http://xiclassadmission.gov.bd/svg/application_process.pdf
2. https://dhakaeducationboard.gov.bd/data/20200720171125766320.pdf

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

 

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে জেএসসি ও জেডিসি শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা স্থগিত

ছয় মাসের বেশি ‘ভারপ্রাপ্ত’ অধ্যক্ষ থাকা যাবে না

বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ স্থগিত

ডুয়েটে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর

সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল পাস

২০২০ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক স্তরের বই পিডিএফ ফাইল ডাউনলোড করুন

ইউজিসি’র বিভিন্ন শূন্য পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

স্কুল ভর্তি লটারির ফল প্রকাশ, ফল দেখার নিয়ম দেখুন

এনইউ’র ২০১৯ বি.এসসি অনার্স ইন-(সিএসই) পার্ট-২ , ৩য় সেমি: ফরম পূরণ ১৫ সেপ্টেম্বর শেষ

ফেব্রুয়ারিতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার পরিকল্পনা