কুয়েট এ ১২ জুলাই পরীক্ষামূলক এবং ৯ আগস্ট পূর্ণাঙ্গরূপে অনলাইন ক্লাস চালুর বিজ্ঞপ্তি প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২০, ৮:৪০ অপরাহ্ণ / ৩৭২
কুয়েট এ ১২ জুলাই পরীক্ষামূলক এবং ৯ আগস্ট পূর্ণাঙ্গরূপে অনলাইন ক্লাস চালুর বিজ্ঞপ্তি প্রকাশ
0Shares

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১২ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এবং ৯ আগস্ট থেকে পূর্ণাঙ্গরূপে অনলাইন ক্লাস চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কুয়েট ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি, এম, শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১/০৬/২০২০ইং তারিখে অনুষ্ঠিত অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৯তম (জরুরী) সভায় Online শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১. অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক পর্যায়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম (শুধুমাত্র থিওরী কোর্সসমূহ এবং অনলাইনে নেয়া সম্ভব এমন সেশনাল কোর্স) আগামী ০৯/০৮/২০২০ইং তারিখ থেকে পূর্ণাঙ্গরূপে চালু করা হবে।

২. অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধাগুলাে পর্যালােচনা করে সমাধান করার লক্ষ্যে আগামী ১২/০৭/২০১০ইং তারিখ থেকে ২৩/০৭/২০১০ইং তারিখ পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্নাতক পর্যায়ে Online শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

৩. বিভাগীয় প্রধানগণ সংশ্লিষ্ট বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সাথে যােগাযােগ করে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের ক্ষেত্রে অসুবিধাসমূহ লিপিবদ্ধ করে সেগুলাে প্রশাসনের সহযােগিতা নিয়ে সমাধান করার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের সাথে যােগাযােগের জন্য বিভাগীয় প্রধান কোর্স এ্যাডভাইজরগণের সহায়তা নিবেন।

বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য কুয়েট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

 

0Shares