আগামী ১৩ জুলাই থেকে সীমিত পরিসরে খুলছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ / ৬৪৯
আগামী ১৩ জুলাই থেকে সীমিত পরিসরে খুলছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0Shares

আগামী ১৩ জুলাই থেকে সীমিত পরিসরে খুলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাউবি রেজিস্ট্রার ড. মুহাঃ শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম আগামী ১৩/০৭/২০১০ইং তারিখ হতে সীমিত পরিসরে নিম্নের নির্দেশনা মােতাবেক পরিচালিত হবে।

১. আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানের নেতৃত্বে সপ্তাহে ৩ (তিন) নিন (সেনবার, বুধবার এ শুক্রবার) আলিক এবং উপ-আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম চলবে।

২. আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম রােটেশন (Rotation) করে কাৰায়ন করা যেতে পারে। তবে উপ-আঞ্চলিক কেন্দ্রের জনবল কম হওয়ায় রােটেশন (Rotation) বার প্রয়োজন নেই।

৩. করােনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে প্রয়ােজনীয় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা তে হবে।

৪. ভাড়া বাড়াতে উপ-আঞ্চলিক কেন্দ্রের অফিস কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হলে আঞ্চলিক পচিালকগণ এ বিষয়ে পরিচালন (এসএসএস)-এর সাথে আলােচনা কৰে যক্ষাযথ ব্যবস্থা নেবেন।

৫. শিক্ষার্থীরা অবশ্যই মাক্স পরিধান করে এবং সাবান দিয়ে হাত ধুয়ে কা স্যানিটাইজাৱেব মাধ্যমে হাত জীবানুমুক্ত করে অফিসে প্রবেশ করবে।

৬. অসুস্থ কোন কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে আসা মেকে বিরত রাখতে হবে। নারী কর্মকর্তা ও কর্মচাৰীৰে গুৰ বেশি প্রয়ােজন না হলে তারাও অফিসে আসলে না। তবে আলিয় পরিচালক এর নির্দেশ মতাে অনলাইনে কাজ করবেন।

৭. কনােনা মহামারী সময়ে নিজ কর্মস্থলে অনস্থান করা প্রসঙ্গে জারীকৃত সরকারী নিলেশনা মােতাবেক প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকা ও কর্মচারীগণকে নিজ নিজ কর্মস্থলে আনান করে।

৮. আঞ্চলিক পরিচাক এর অনুমতিক্রমে প্রয়ােজনে আঞ্চলিক অফিসের গেট সমূহ এবং কোনাে অব্যহত অফিস কক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত থাকার জন্য ব্যবহার করা যাবে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য বাউবি’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares