দেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৫, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ / ৫১৭
দেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ
0Shares

দেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি আইনের খসড়া প্রস্তুত করতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)।
ইউজিসির চেয়ারম্যান বরাবর গত ২১ জুন পাঠানো চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’ তবে কী ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে তা নির্দেশনায় উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ইউজিসি আইন তৈরির আগেই মাঠ ভিজিট করবে, কী ধরনের বিশ্ববিদ্যালয় সেখানে করা যায়। আশেপাশে সাধারণ বা কোনও বিশেষ পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কিনা তা যাচাই করে দেখবে ইউজিসি। যাচাই-বাছাইয়ের পর বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়া তৈরি হবে।

0Shares