ভারতের বিভিন্ন প্রকৌশল ও মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২০, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ / ৫১০
ভারতের বিভিন্ন প্রকৌশল ও মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান
0Shares

ভারতের বিভিন্ন প্রকৌশল ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, নিজস্ব অর্থায়নে প্রকৌশল, ফার্মেসি এবং এমবিবিএস ও বিডিএস কোর্সে পড়তে পারবেন মনোনীত শিক্ষার্থীরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কতটি আসন বরাদ্দ থাকবে, তা ভারতের মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১৫ জুনের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করে বারিধারায় ভারতীয় হাই কমিশনে পাঠাতে হবে। এমবিবিএস ও বিডিএস ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (এনইইটি) নেওয়া হবে ২৬ জুলাই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্কিমে পড়াশোনার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যয় শিক্ষার্থীদেরকেই বহন করতে হবে। কোনো ধরনের অনুদান কিংবা বৃত্তির সুযোগ এখানে নেই।

0Shares