শুক্রবার , ৮ মে ২০২০ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

অনলাইনে ক্লাস নিচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
মে ৮, ২০২০ ২:০৭ পূর্বাহ্ণ

0Shares

করোনা ভাইরাস ঠেকাতে গত ১৮ মার্চ ২০২০ তারিখ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ সময় নিজ বাসা-বাড়িতে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় ঝুঁকি এড়াতে ছুটির মেয়াদ বাড়তে থাকে। ফলে মারাত্মক সেশনজটের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সেশনজট কমাতে সীমিত পরিসরে অনলাইনে ক্লাস শুরু করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডীন ও ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ মাহাবুব হোসেন।

অনলাইন ক্লাসের অংশ হিসেবে সোমবার লেভেল-২ সেমিস্টার-২ এর ইলেক্ট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ক্লাস শুরু করেন তিনি। প্রায় ৫০ জনের মতো শিক্ষার্থী প্রথমবারের মতো এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেন।

অনলাইন ক্লাসের বিষয়ে সিএসই অনুষদের ডীন প্রফেসর ড.মোঃ মাহাবুব হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে দীর্ঘ মেয়াদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশুনায় দীর্ঘ বিরতি তাদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশে স্থবিরতা তৈরি করতে পারে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়া থেকে দূরে সরে না যায়- একাডেমিক পড়াশুনা ও বইপত্রের সাথে যাতে সংযোগ বজায় রাখে এজন্য অনলাইনে ক্লাসের মাধ্যমে তাদেরকে পড়াশুনার মধ্যে রাখতে চেষ্টা করছি। অনলাইন ক্লাস করতে গ্রামীণ পর্যায়ে থাকা কিছু ছাত্রছাত্রীর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাওয়া সহ কম্পিউটার-মোবাইল সংক্রান্ত কিছু সীমাবদ্ধ রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে, তারা তাদের বন্ধুবান্ধবদের সহযোগিতায় সীমাবদ্ধগুলো কাটিয়ে উঠবে, এবং তারা অনলাইন ক্লাস করতে চায়।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

এনইউ’র ২০১৮ সালের বিবিএ(প্রফেশনাল) ৩য় বর্ষ ৬ষ্ঠ এবং ৪র্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষা যথাক্রমে ২৪ ও ২৬ জুন শুরু

রাবির বি ইউনিটের বিষয়ভিত্তিক ৪র্থ মেধা তালিকা প্রকাশ

৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এনইউ’র ২০১৭ বিবিএ অনার্স (প্রফেশনাল) ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার এবং ৪র্থ বর্ষ ৮ম সেমিস্টার পুনঃনিরীক্ষণ

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ শুরু

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শিক্ষা সংবাদ ডট কম সম্পাদকের শুভেচ্ছা

ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনালস মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নারয়ণগঞ্জ, নাটোর ও মেহেরপুরে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ১০ নম্বর কাটার চিন্তা

২০১৯ সালের শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ ব্যয় ডিজিটাল ইউনিভার্সিটি’র, সর্বনিন্ম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের