মাদ্রাসার দাখিল ফল প্রকাশের উদ্যোগ, ওএমআর শিট জমা দেওয়ার নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৬, ২০২০, ১২:১৬ পূর্বাহ্ণ / ৪৯৮
মাদ্রাসার দাখিল ফল প্রকাশের উদ্যোগ, ওএমআর শিট জমা দেওয়ার নির্দেশ
0Shares

করোনার বন্ধেও দাখিল পরীক্ষার ফল প্রকশের কাজ শুরুর উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। করোনা ভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষাণা কারায় দাখিল পরীক্ষার খাতার  ওএমআর জমা নেয়া স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ফের খাতার ওএমআর স্ক্যানিংয়ের কাজ শুরু উদ্যোগ নেয়া হয়েছে। তাই, দাখিলের খাতার ওএমআর শিট বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলোতে জমা দিতে প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তবে ঢাকা বিভাগের পরীক্ষকদের সরাসরি মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে বলে বলা হয়।

মঙ্গলবার (৫ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

জানা যায়, হলুদ রঙের প্যাকেটে সিলমোহরকৃত অবস্থায় দাখিলের খাতার ওএমআর মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে পরীক্ষকদের।

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অঘোষিত লকডাউনের কারণে গত ২৪ মার্চ দাখিল পরীক্ষার খাতার ওএমআর জমা নেয়া স্থগিত করেছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিটি নিচে তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares