বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ভর্তি-পরীক্ষা শুরু ০৭ মে থেকে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৪, ২০২০, ৭:১৫ অপরাহ্ণ / ৩৯৮
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ভর্তি-পরীক্ষা শুরু ০৭ মে থেকে
0Shares

শেষ পর্যন্ত আগামী বৃহস্পতিবার (০৭ মে) থেকে শুরু হতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ভর্তি-পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সোমবার (০৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম, টিউশন ফিসহ আনুষঙ্গিক আয়ের ওপর নির্ভর করে চলে।  সবকিছু বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় ও ইউজিসি এ ব‌্যাপারে একমত হয়েছে।  শিক্ষক-কর্মকতা, কর্মচারীদের বেতনের বিষয়টিও এর বিবেচ্য বিষয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালুর প্রচেষ্টা চলছিলো।  কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমতি না দেওয়ায় তারা শুরু করতে পারেনি। শেষ পর্যন্ত গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলে সেখানে শিক্ষামন্ত্রী এ বিষয়ে অনুমতি দেন।  পরে তাৎক্ষণিকভাবে ভর্তি ও শ্রেণি কাজ অনলাইনে চালানোর ব্যাপারে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা সম্মত হন।

পরীক্ষার ব্যাপারে চলতি সপ্তাহে লিখিত নির্দেশনা জারির কথা বলা হয়েছিলো। সে অনুযায়ী বর্তমানে এ সংক্রান্ত খসড়াটি তৈরির কাজ চলছে।  আগামী বৃহস্পতিবার এটি জারি হতে যাচ্ছে।

0Shares