ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজে ক্লাস-পরীক্ষা ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২০, ৬:৩০ অপরাহ্ণ / ৯৬২
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজে ক্লাস-পরীক্ষা ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে।

করোনা ভাইরাসের কারণে আজ বুধবার আরো ৯দিন ছুটি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ

পূর্বঘোষিত ৩১ মার্চ তারিখের পরিবর্তে আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। এর আগে করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষা ও ক্লাস স্থগিত ছিল।

চলমান পরীক্ষা সমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

0Shares