১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা স্থগিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২০, ১২:৪৯ অপরাহ্ণ / ৬৭৬
১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা স্থগিত
0Shares

১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজিএস) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে মৌখিক পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তের পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এএম রেজা জাকের বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৩তম বিজিএস) পরীক্ষা-২০১৯ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশতঃ আগামী ১৯ মার্চ হতে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। উল্লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি মারফত জানানো হবে।

এর আগে, গত ১১ মার্চ ১৩ তম বিজিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয়। লিখিত পরীক্ষায় ৪২০ জনকে উত্তীর্ণ দেখানো হয়। ১৯ মার্চ থেকে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

0Shares