বাউবি’র বিবিএ প্রোগ্রাম (বাংলা মাধ্যম) ২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত, বিস্তারিত দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ / ১৬৩৮
বাউবি’র বিবিএ প্রোগ্রাম (বাংলা মাধ্যম) ২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত, বিস্তারিত দেখুন
0Shares

শিক্ষা সংবাদ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র অধীনে পরিচালিত বিবিএ প্রোগ্রাম (বাংলা মাধ্যম) ২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৮-০২-২০২০ ইং তারিখ থেকে ২৮-০৪-২০২০ তারিখ পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। আগামী ২৯-০২-২০২০ ইং তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৭-০৫-২০২০ ইং তারিখ থেকে ৩০-০৬-২০২০ তারিখ পর্যন্ত ভর্তির হতে পারবে। আগামী ০১-০৭-২০২০ ইং তারিখ থেকে ১৫-০৭-২০২০ তারিখ পর্যন্ত বিলম্ব সহ ভর্তির হতে পারবে।

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদি বিবিএ (বাংলা মাধ্যম) ২০২০ ব্যাচের ভর্তির বিস্তারিত দেখুন নিচে :

ভর্তির বিষয় :

১. ব্যবস্থাপনা।
২. মানব সম্পদ ব্যবস্থাপনা।
৩. বিপণন।
৪. ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
৫. হিসাববিজ্ঞান।
৬. তথ্য ব্যবস্থাপনা।

ভর্তির যোগ্যতা :

বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ডে নিম্নোক্ত সারণী অনুযায়ী ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ (পাঁচ) পয়েন্ট থাকতে হবে।

এরপর প্রােগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ১০ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে।

প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে একাডেমিক রেকর্ডে ন্যূনতম ৫ পয়েন্ট ও মৌখিক সাক্ষাৎকারে ন্যূনতম ৬ পয়েন্টসহ মােট ১১ পয়েন্ট অর্জন করেই বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তি হতে হবে।

ভর্তির সময় :

আবেদনের সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৮ এপ্রিল ২০২০ পর্যন্ত।

আবেদন ফি : ১,০০০ (এক হাজার) টাকা মাত্র

একাডেমিক রেকর্ড যাচাই বাছাই ও মৌখিক পরীক্ষার সময় : ২৯ এপ্রিল ২০২০ হতে ৯ মে ২০২০ এর মধ্যে।

ভর্তির তারিখ : ১৭ মে ২০২০ হতে ৩০ জুন, ২০২০ পর্যন্ত।

বিলম্ব ফি সহ ভর্তির তারিখ : ১ জুলাই ২০২০ হতে ১৫ জুলাই ২০২০ পর্যন্ত।

ওরিয়েন্টেশন ক্লাস : ১৭ জুলাই ২০২০

টিউটোরিয়াল ক্লাস শুরু : ২৪ জুলাই ২০১০।

অনলাইনে ভর্তির বিস্তারিত নির্দেশনা :

১. বিবিএ প্রােগ্রামে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

অনলাইনে আবেদনের জন্য নিচে ক্লিক করুন :

২. এক্ষেত্রে htpp://osaps.bou.edu.bd তে লগইন করে অর্থ প্রদানসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

৩. টাকা জমা দেওয়া যাবে বিকাশ- ০১৭৫৬-০৪৫১৬৬ এবং সিউর ক্যাশ- ০১৭৮৬-৫২৪৯১৭৫ নম্বরে।

৪. ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ভর্তি ফিসহ বিভিন্ন চার্জ সংশ্লিষ্ট শিক্ষার্থী বহন করবেন।

৫. আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন + Login -এ ক্লিক করুন + User Id ও Password দিয়ে প্রবেশ করুন + Menu তে Student Services-এ গিয়ে Cours Enrollment -এ ক্লিক করে পরবর্তী ধাপসমূহ সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে  হবে।

৬. অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন প্রােফাইল, একাউন্ট নম্বর, টাকার পরিমাণ ট্রানজেকশন হিস্ট্রিসহ রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট আঞ্চলিককপি-আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।

৭. কোন আবেদনকারীকে Ok ম্যাসেজ পাঠানাে হলেও সনদপত্র যাচাইয়ের পর যদি তা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে উক্ত আবেদনকারী ভর্তির যােগ্যতা হারাবেন।

সূত্র : বাউবি ওয়েবসাইট – bou.edu.bd

0Shares