বশেমুরমেইউ অধিভুক্ত মেরিন ফিশারিজ একাডেমির ৪১ তম ব্যাচে (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০১৯, ৬:১৭ অপরাহ্ণ / ৪৮১
বশেমুরমেইউ অধিভুক্ত মেরিন ফিশারিজ একাডেমির ৪১ তম ব্যাচে (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
0Shares

মেরিন ফিশারিজ একাডেমির ৪১ তম ব্যাচে (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি , বাংলাদেশ এর অধিনে চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির জন্য বাংলাদেশের যোগ্য স্থায়ী মহিলা ও পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইলে এসএমএস এর  মাধ্যমে জানানো হবে।

ভর্তিচ্ছু প্রার্থীর নিম্নবর্ণিত যোগ্যতাসমূহ থাকতে হবে:

শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম) :

১। মাধ্যমিক (বিজ্ঞান) বা ও লেভেলে (জীববিদ্যা ও রসায়নসহ) অথবা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০।

২। উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা এ লেভেলে  (জীববিদ্যা ও রসায়নসহ) অথবা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০।

৩। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অবশ্যই জীববিদ্যা (‘সি’ গ্রেড) থাকতে হবে।

সাধারণ যোগ্যতা :

১। বয়স : ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সর্বোচ্চ ২১ বছর।

২। শারীরিক মান (নূন্যতম) : উত্তম শারীরিক গঠন ও সুস্বাস্থ্য।

৩। সর্বনিম্ন উচ্চতা : ১৬২.৫  সে.মি. (পুরুষ) এবং ১৫৫ সে.মি. ( মহিলা)।

৪। ওজন : উচ্চতা অনুযায়ী হতে হবে।

৫। দৃষ্টিশক্তি : নূন্যতম ৬/১২, কালার ভিশন স্বাভাবিক হতে হবে ( মহিলা ক্যাডেটদের জন্য শিথিলযোগ্য)।

৬। সাতার : সাতার পরীক্ষায় উত্তীর্ন (পুরুষ প্রার্থীদের জন্য প্রযোজ্য)।

আবেদনের সময় :

২৪ অক্টেবর ২০১৯ ইং থেকে ২৪ নভেম্বর ২০১৯ ইং তারিখ পর্যন্ত।

আবেদন ফি :

৬৫০.০০ টাকা (আবেদন ফি ভ্যাটসহ দেওয়া হয়েছে) এবং  sms করে আবেদন সম্পন্ন করার পর তা প্রত্যাহার করা যাবে না।

মোবাইল ফোনের মাধ্যমে  ভর্তির আবেদন প্রক্রিয়া :

১। একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MFA লিখে স্পেস দিয়ে  শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে (SYL/BAR/CHI/COM/DHA/DIN/JES/MAD/RAJ/TEC/VOC/GCE- এ লেভেলের  ক্ষেত্রে) স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে HSC পাশের সাল লিখে স্পেস দিয়ে যে কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী তার প্রথম তিনটি অক্ষর দিয়ে 16222 নম্বরে SMS করতে হবে।

২। উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি ফি ও একটি PIN জানিয়ে  সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে MFA লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য তার নিজের ব্যবহ্নত একটি মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS করতে হবে। সম্মতি জানিয়ে SMS পাঠালে আবেদনকারীর মোবাইল ফোন থেকে আবেদন ফি কেটে নেয়া হবে। আবেদন ফি কেটে নিয়ে SMS  এর মাধ্যমে লিখিত পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares