মঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

ঢাবি’র ৭ কলেজে ২০১৯-২০ সেশনে স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত, আবেদনের লিংক সহ বিস্তারিত দেখুন

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
আগস্ট ২০, ২০১৯ ৮:৩৯ অপরাহ্ণ

0Shares

শিক্ষা সংবাদ  ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধীভূক্ত ৭টি কলেজের ২০১৯-২০২০ সেশনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৩০-০৯-২০১৯ ইং তারিখ থেকে ২৯-১০-২০১৯ ইং তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি কলেজের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট www.7college.du.ac.bd এ  ভর্তির আবেদন করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৯-২০ সেশনে ভর্তির বিস্তারিত দেখুন:

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (সকল অনুষদের) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের

👉 অনলাইনে আবেদন শুরু : ৩০/০৯/১৯ ইং তারিখ বিকাল ৫.০০ টা থেকে

👉 অনলাইনে আবেদন শেষ : ২৯/১০/২০১৯ ইং তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।

👉 আবেদনের যোগ্যতা :

১. বিজ্ঞান বিভাগ : ৭.০০ পয়েন্ট

২. মানবিক বিভাগ : ৬.০০ পয়েন্ট

৩. বানিজ্য বিভাগ : ৬.৫০ পয়েন্ট

প্রার্থী কে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এসএসসি পাস হতে হবে এবং ২০১৯ সালে এইচএসসি পাস হতে হবে।

👉 সাত কলেজের মোট বিভাগ ও আসন সংখ্যা :

১। ঢাকা কলেজ :

বিষয় : ১৯ টি

আসন সংখ্যা : ৩৫১৫ টি

২। তিতুমীর কলেজ :

বিষয় : ২২ টি

আসন সংখ্যা : ৫৬৮০ টি
৩। ইডেন কলেজ :

বিষয় : ২২ টি

আসন সংখ্যা : ৪৬৮৫ টি

৪। বদরুন্নেসা মহিলা কলেজ :

বিষয় : ২০ টি

আসন সংখ্যা : ১৩৯৫ টি

৫। সরকারী বাঙলা কলেজ :

বিষয়: ১৮ টি

আসন সংখ্যা : ২৩৬০ টি

৬। কবি নজরুল কলেজ :

বিষয় : ১৭ টি

আসন সংখ্যা : ১৮২০ টি

৭। সোহরাওয়ার্দী কলেজ :

বিষয় : ১৭ টি

আসন সংখ্যা : ১৫৭০ টি

👉 অনলাইনে ফি পরিশোধ করার পদ্ধতি :

সোনালী সেবা বা বিকাশ/রকেটের মাধ্যমে পরীক্ষা ফি ৪০০ টাকা জমা দিতে হবে

সোনালী ব্যাংকে ২৯/১০/১৯ তারিখ বিকাল ৪.০০ টার মধ্যে টাকা জমা দিতে হবে এবং টাকা জমা দেয়ার ২ দিন পর ওয়েবসাইটে চেক করতে হবে। টাকা পেয়েন্ট হলে ‘পেয়েন্টে’ অপশনে সবুজ চিহ্ন দেখা যাবে

👉 রকেট/বিকাশের মাধ্যমে পেমেন্টের নিয়ম :

রকেট / বিকাশের মাধ্যমে ২৯/১০/১৯ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে টাকা জমা দিতে হবে এবং একট ফিরতি মেসেজ আসবে যেটি সংরক্ষন করে রাখতে হবে।

👉 অনলাইন আবেদন করার নিয়ম :

সাত কলেজের ভর্তি পক্রিয়া অনলাইন ভিত্তিক। আপনি ৭ কলেজে ভর্তির জন্য www.7college.du.ac.bd তে লগ ইন করুন। সেখানে আপনার সমস্ত তথ্য পরীক্ষা করতে পারেন।
ঢাবি অনুমোদিত সাত কলেজ ভর্তি জন্য নিচের তথ্য অনুসরণ করুন। www.7college.du.ac.bd এ গিয়ে লগইন করুন। এখন আপনি একটি ফর্ম দেখতে পারেন। ফর্ম পূরণ করুন। (আপনার এইচএসসি রোল, বছর এবং বোর্ড পাশাপাশি আপনার এসএসসি রোল দিন) আপনার ইউনিট নির্বাচন করুন। এখন, আপনার স্ক্যান করা ছবি দিন। যোগাযোগ নাম্বার এবং অন্যান্য তথ্য লিখুন।এখন, আপনি সম্পূর্ণ ঢাবি সাত কলেজ ভর্তির পেমেন্টের জন্য একটি বেতন স্লিপ পাবেন। আবেদন ফি ৪০০ টাকা। তারপর জমা দেয়ার জন্য এই কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করুন। আপনার আবেদন সম্পন্ন হলে প্রবেশ পত্রের নির্দিষ্ট তারিখে ২ কপি ডাউনলোড করুন।

👉 অনলাইনে আবেদনের জন্য নিচে ক্লিক করুন :

👉 সাত কলেজে ভর্তি পরীক্ষা :

১. কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ২৯/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা

২. বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষা ১৫/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা

৩. বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ২২/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা

বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করলে বিজ্ঞান বিভাগের সাবজেক্টের সাথে মানবিক/বানিজ্য ইউনিটের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।

👉 ভর্তি পরীক্ষায় যেসকল বিষয়ের উপর পরীক্ষা হবে :

১. মানবিক বিভাগ :

বাংলা – ৩০
ইংরেজি – ৩০
সাধারন জ্ঞান – ৬০

২. বানিজ্য বিভাগ :

বাংলা – ২৪
ইংরেজি – ২৪
হিসাববিজ্ঞান – ২৪
ব্যবসায় শিক্ষা – ২৪
ফিন্যান্স / ব্যাংকিং – ২৪

৩. বিজ্ঞান বিভাগ :

বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গনিত ো ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। এরমধ্যে পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪ টির উত্তর দিতে হবে৷
এইচএসসির ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি উত্তর দিতে পারবে
প্রতিটি প্রশ্নের মান ৩০।

পরীক্ষা হবে ১২০ মার্কের। কোনো নেগেটিভ মার্কিং নেই। SSC এবং HSC রেজাল্টের উপর ৮০ নাম্বার থাকবে। পরীক্ষার সময় ১ঘণ্টা। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের মান ১.২০ করে। পাস নাম্বার ৪৮ (বিষয়গত পাস প্রয়োজন নেই)। ভর্তি পরীক্ষা কেন্দ্র ঢাকার মধ্যেই পড়বে।

পরীক্ষার হলে অবশ্যই কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস নেয়া যাবে না। আর অবশ্যই প্রবেশপত্র সঙ্গে নিতে হবে এবং রেজিস্ট্রেশনের কপি সঙ্গে থাকতে হবে।

কবি নজরুল কলেজের অধ্যক্ষ ও সাত কলেজ ফোকাল পয়েন্ট অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার জানান,
উল্লেখ্য, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবার এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু সাত কলেজে শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে বলে জানান, কবি নজরুল কলেজের অধ্যক্ষ ও সাত কলেজ ফোকাল পয়েন্ট অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার । তিনি আরো বলেন ভর্তির যাবতীয় বিজ্ঞপ্তি সাত কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং ওয়েবসাইট সব সময় আপডেট থাকবে।

 

👉 বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন :

১.কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট:

👉 সংশোধিত বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল দেখুন :

২.বাণিজ্য ইউনিট:

👉 সংশোধিত বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল দেখুন :

৩.বিজ্ঞান ইউনিট:

👉 সংশোধিত বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল দেখুন :

সূত্র: ঢাবি অধীভূক্ত ৭ কলেজ ওয়েবসাইট – 7college.du.ac.bd

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

কৃষি গুচ্ছে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ

সরকারি শারীরিক শিক্ষা কলেজ সমুহের ঠিকানা ও ফোন নম্বর

সরকারি শারীরিক শিক্ষা কলেজ সমুহের ঠিকানা ও ফোন নম্বর

বিসিএসে অংশ নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনালের শিক্ষার্থীরা

সরকারি মেডিকেল কলেজে বাড়ছে আসন

বাউবি’র বিএ/বিএসএস ও এলএল.বি(অনার্স) ১ম,৩ম,৫মও৭ম সেমি: পরীক্ষার সময় পুনঃসংশোধিত

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ

৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ, ২২০৪ জনকে নিয়োগের সুপারিশ

বেরোবি’র স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত হওয়া পরীক্ষা ৪ জুলাই থেকে অনলাইনে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর