বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সরকারি (সরকারি মালিকানাধীন), বেসরকারি (বেসরকারি মালিকানাধীন) এবং আন্তর্জাতিক (আন্তর্জাতিক সংগঠন কর্তৃক পরিচালিত)। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯২১ সালে প্রতিষ্ঠিত, দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরঅধিভুক্ত; যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেররাষ্ট্রপতি আদেশ (১৯৭৩ সালের পি.ও. নং ১০) অনুযায়ী গঠিত একটি কমিশন।[১]
বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ব্যবসায়, প্রকৌশল এবং প্রযুক্তি গবেষণা এলাকা সমন্বয়ে, সাধারণ গবেষণার উপর আলোকপাত করে থাকে। সাতটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ পাঠক্রম রয়েছে, যার মধ্যে দুইটি ইসলামিক স্টাডিজ বিভাগ, দুইটি কৃষি বিজ্ঞান, একটি স্বাস্থ্য বিজ্ঞান, একটি ভেটেরিনারি মেডিসিন এবং একটি নারী গবেষণার বিষয়ক।
সরকারি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে বর্তমানে ৪২টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই সকল বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৭টি ঢাকা শহরে, ২টি গাজীপুরে এবং ১টিসাভারে অবস্থিত। চট্টগ্রাম বিভাগে ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৪টি চট্টগ্রামে(সর্বশেষ চাঁদপুর), ১টিরাঙামাটিতে, ১টি নোয়াখালীতে ও ১টি কুমিল্লায় অবস্থিত। খুলনা বিভাগে ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৪টি খুলনায়, ১টি যশোরে এবং ১টি কুষ্টিয়ায় অবস্থিত। রাজশাহী বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ২টি রাজশাহীতে, ১টি পাবনায় এবং ১টি সিরাজগঞ্জে অবস্থিত। বরিশাল বিভাগে ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি বরিশালে এবং ১টি পটুয়াখালীতে অবস্থিত। সিলেট বিভাগে ২টি(সর্বশেষ হবিগঞ্জ) বিশ্ববিদ্যালয় রয়েছে। রংপুর বিভাগে ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি রংপুর শহরে এবং ১টিদিনাজপুরে অবস্থিত। ময়মনসিংহ বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে ১টি নেত্রকোনা জেলায়, ১টিজামালপুর জেলায় ও ২টি ময়মনসিংহ জেলায় অবস্থিত।
বিশ্ববিদ্যালয় | ডাকনাম | বিশ্ববিদ্যালয়ে উন্নীত[ক][খ] | প্রতিষ্ঠিত[গ] | অবস্থান | বিভাগ | বিশেষায়িত | ওয়েবসাইট |
---|---|---|---|---|---|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়[২][৩] | ঢাবি | ১৯২১ | ১৯২১ | ঢাকা | ঢাকা বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
রাজশাহী বিশ্ববিদ্যালয়[৪][৫] | রাবি | ১৯৫৩ | ১৯৫৩ | রাজশাহী | রাজশাহী বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়[৬][৭] | বাকৃবি | ১৯৬১ | ১৯৬১ | ময়মনসিংহ | ময়মনসিংহ বিভাগ | কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি | ওয়েবসাইট |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়[৮][৯] | বুয়েট | ১৯৬২ | ১৯৬২ | ঢাকা | ঢাকা বিভাগ | প্রকৌশল ও প্রযুক্তি | ওয়েবসাইট |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়[১০][১১] | চবি | ১৯৬৬ | ১৮ নভেম্বর, ১৯৬৬ | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়[১২][১৩] | জাবি | ১৯৭০ | ১৯৭০ | সাভার | ঢাকা বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
ইসলামী বিশ্ববিদ্যালয়[১৪][১৫] | ইবি | ১৯৮০ | ১৯৮০ | কুষ্টিয়া | খুলনা বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[১৬] | শাবিপ্রবি | ১৯৯১ | ১৯৮৭ | সিলেট | সিলেট বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
খুলনা বিশ্ববিদ্যালয়[১৭][১৮] | খুবি | ১৯৯১ | ১৯৯০ | খুলনা | খুলনা বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়[১৯] | বশেমুরকৃবি | ১৯৯৮ | ১৯৮৩ | গাজীপুর | ঢাকা বিভাগ | কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি | ওয়েবসাইট |
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[২০][২১] | হাবিপ্রবি | ১৯৯৯ | ১৯৭৯ | দিনাজপুর | রংপুর বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[২২] | মাভাবিপ্রবি | ১৯৯৯ | ১৯৯৯ | টাংগাইল | ঢাকা বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[২৩][২৪] | পবিপ্রবি | ২০০০ | ১৯৭২ | পটুয়াখালী | বরিশাল বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়[২৫] | শেকৃবি | ২০০১ | ১৯৩৮ | ঢাকা | ঢাকা বিভাগ | কৃষি বিজ্ঞান, মৎস বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ভেটেরিনারি | ওয়েবসাইট |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[২৬][২৭] | ডুয়েট | ২০০৩ | ১৯৮০ | গাজীপুর | ঢাকা বিভাগ | প্রকৌশল ও প্রযুক্তি | ওয়েবসাইট |
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[২৮][২৯] | রুয়েট | ২০০৩ | ১৯৬৪ | রাজশাহী | রাজশাহী বিভাগ | প্রকৌশল ও প্রযুক্তি | ওয়েবসাইট |
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৩০][৩১] | চুয়েট | ২০০৩ | ১৯৬৮ | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ | প্রকৌশল ও প্রযুক্তি | ওয়েবসাইট |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৩২] | কুয়েট | ২০০৩ | ১৯৬৯ | খুলনা | খুলনা বিভাগ | প্রকৌশল ও প্রযুক্তি | ওয়েবসাইট |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়[৩৩][৩৪] | জবি | ২০০৫ | ১৮৫৮ | ঢাকা | ঢাকা বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়[৩৫][৩৬] | জাককানইবি | ২০০৫ | ২০০৫ | ময়মনসিংহ | ময়মনসিংহ বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়[৩৭] | সিভাসু | ২০০৬ | ১৯৯৫ | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ | কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি | ওয়েবসাইট |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়[৩৮][৩৯] | সিকৃবি | ২০০৬ | ১৯৯৫ | সিলেট | সিলেট বিভাগ | কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি | ওয়েবসাইট |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়[৪০][৪১] | কুবি | ২০০৬ | ২০০৬ | কুমিল্লা | চট্টগ্রাম বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৪২][৪৩] | নোবিপ্রবি | ২০০৬ | ২০০৬ | নোয়াখালী | চট্টগ্রাম বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৪৪][৪৫] | যবিপ্রবি | ২০০৮ | ২০০৮ | যশোর | খুলনা বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৪৬] | পাবিপ্রবি | ২০০৮ | ২০০৮ | পাবনা | রাজশাহী বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস[৪৭] | বিইউপি | ২০০৮ | ২০০৮ | ঢাকা | ঢাকা বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়[৪৮][৪৯] | বেরোবি | ২০০৮ | ২০০৮ | রংপুর | রংপুর বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়[৫০] | বুটেক্স | ২০১০ | ১৯৭৮ | ঢাকা | ঢাকা বিভাগ | টেক্সটাইল প্রকৌশল | ওয়েবসাইট |
বরিশাল বিশ্ববিদ্যালয়[৫১] | ববি | ২০১১ | ২০১১ | বরিশাল | বরিশাল বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৫২] | বশেমুরবিপ্রবি | ২০১১ | ২০১১ | গোপালগঞ্জ | ঢাকা বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৫৩] | রাবিপ্রবি | ২০১১ | ২০১১ | রাঙ্গামাটি | চট্টগ্রাম বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়[৫৪] | রবি | ২০১৭ | ২০১৭ | সিরাজগঞ্জ | রাজশাহী বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়[৫৫] | শেহাবি | ২০১৮ | ২০১৮ | নেত্রকোণা | ময়মনসিংহ বিভাগ | সাধারণ | ওয়েবসাইট |
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[৫৬] | বশেফমুবিপ্রবি | ২০১৮ | ২০১৮ | জামালপুর | ময়মনসিংহ বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওয়েবসাইট |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় | খুকৃবি | ২০১৮ | ২০১৮ | খুলনা | খুলনা বিভাগ | কৃষি | [১] |
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | চবিপ্রবি | ২০১৯ | চাঁদপুর | চট্টগ্রাম বিভাগ | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় | হকৃবি | ২০১৯ | হবিগঞ্জ | সিলেট বিভাগ | কৃষি |
বিশেষায়িত
নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়সমূহ নিজস্ব ক্যাম্পাসের পরিবর্তে সারা দেশব্যাপী তাদের অনুমোদিত কলেজসমূহের মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করে থাকে। দুইটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় ঢাকার গাজীপুরেঅবস্থিত। ১৯৯২ সালে, বাংলাদেশে সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে স্নাতকোত্তর ( ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাদে। ঢাকার এই সাতটি কলেজ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে) পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয়।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হল ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের অধিভুক্ত প্রথম আরবি বিশ্ববিদ্যালয়। মূলত মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুকায়ন ও যুগোপযুগি করতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় | ডাকনাম | প্রতিষ্ঠিত | অবস্থান | বিভাগ | ওয়েবসাইট |
---|---|---|---|---|---|
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়[৫৭] | বাউবি | ১৯৯২ | গাজীপুর | ঢাকা বিভাগ | ওয়েবসাইট |
জাতীয় বিশ্ববিদ্যালয়[৫৮] | বাজাবি | ১৯৯২ | গাজীপুর | ঢাকা বিভাগ | ওয়েবসাইট |
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়[৫৯] | আইএইউ | ২০১৩ | ঢাকা | ঢাকা বিভাগ | ওয়েবসাইট |
অন্যান্য
বাংলাদেশের স্বায়ত্ব-শাসিত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চার টি মেডিকেল এবং একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয় | ডাকনাম | প্রতিষ্ঠিত | অবস্থান | বিভাগ | বিশেষায়িত | ওয়েবসাইট | |
---|---|---|---|---|---|---|---|
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়[৬০] | বশেমুমেবি | ১৯৯৮ | ঢাকা | ঢাকা বিভাগ | মেডিকেল | ওয়েবসাইট | |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি[৬১] | বশেমুরমেবি | ২০১৩ | ঢাকা | ঢাকা বিভাগ | মেরিটাইম | ওয়েবসাইট | |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়[৬২] | বশেমুরডিবি | ২০১৮ | গাজীপুর | ঢাকা বিভাগ | ডিজিটাল | ওয়েবসাইট | |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় | বশেমুরএবি | ২০১৯ | লালমনিরহাট | রংপুর বিভাগ | এভিয়েশন | ওয়েবসাইট | |
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় [৬৩] | রামেবি | ২০১৬ | রাজশাহী | রাজশাহী বিভাগ | মেডিকেল | ওয়েবসাইট | |
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়[৬৪] | চমেবি | ২০১৬ | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ | মেডিকেল | ||
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় [৬৫] | সিমেবি | ২০১৮ | সিলেট | সিলেট বিভাগ | মেডিকেল | ||
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় [৬৬] | শেহামেবি | অনুমোদিত | খুলনা | খুলনা বিভাগ | মেডিকেল |
বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ
ঢাবি ও শাবিপ্রবির অধীনে ৫ টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এগুলো থেকে বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়া হয়।
বিশেষায়িত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে ৬ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এগুলো থেকে বি এস সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়া হয়।
- চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
- বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
- শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
- ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ঝিনাইদহ
- বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাংগাইল
বেসরকারি বিশ্ববিদ্যালয়
আন্তর্জতিক বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় | ডাকনাম | প্রতিষ্ঠিত | অবস্থান | বিভাগ | বিশেষায়িত | ওয়েবসাইট |
---|---|---|---|---|---|---|
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি[১৪১] | আইইউটি | ১৯৮১ | গাজীপুর | ঢাকা বিভাগ | প্রকৌশল ও প্রযুক্তি | [১] |
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন[১৪২] | এইউডব্লিউ | ২০০৮ | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ | শুধুমাত্র নারীদের জন্য | [২] |
Whats up are using WordPress for your blog platform?
I’m new to the blog world but I’m trying to get started and create my
own. Do you need any html coding expertise to make your own blog?
Any help would be greatly appreciated!